1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
যেসব কোম্পানির কারণে সূচকের বড় পতন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পিএম

যেসব কোম্পানির কারণে সূচকের বড় পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
downtren

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে এ নিয়ে টানা চার কার্যদিবস সূচকের পতন হলো পুঁজিবাজারে।

সূচকের এই পতনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমার ফলে ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৮ দশমিক ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ারের দরপতনের কারণে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৬ দশমিক ৯০ পয়েন্ট।

এছড়া ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ৬ দশমিক ৭১ পয়েন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ৪ দশমিক ৮৯ পয়েন্ট, সামিট পাওয়ার ৩ দশমিক ৪৫ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ২ দশমিক ৮৭ পয়েন্ট, সিটি ব্যাংক ১ দশমিক ২১ পয়েন্ট, অলেম্পিক ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট, ডাচ-বাংলা ব্যাংক ১ দশমিক শূন্য ২ পয়েন্ট এবং ব্যাংক এশিয়া দশমিক ৯৯ পয়েন্ট সূচক কমিয়েছে।

এ হিসেবে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং সামিট পাওয়ার এই পাঁচটি কোম্পানির শেয়ারের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৩০ দশমিক ৫৬ পয়েন্ট। অর্থাৎ এই পাঁচটি কোম্পানির শেয়ার দাম বাড়লে অথবা অপরিবর্তিত থাকলেই আজ পতনের বদলে ঊর্ধ্বমুখীর খাতায় নাম লেখাত শেয়ারবাজার।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ