আগের তিন কার্যদিবসের মতো আজও (মঙ্গলবার) পুঁজিবাজারের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে পতনের বাজারেও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই খাতের শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাত ২টি হলো-পাট খাত এবং কাগজ ও প্রকাশনা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ পাট খাতের ৩টি কোম্পানিরই শেয়ার দরই বেড়েছে। কোম্পানিগুলো হলো-জুট স্পিনার্স, নর্দার্ণ জুট ও সোনালী আঁশ লিমিটেড। এরমধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ণ জুটের। কোম্পানিটির শেয়ার দিনের শেষভাগে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে লেনদেন হয়েছে। কোম্পানিটির দর বেড়েছে ৩২ টাকা ৮০ পয়সা। অন্য দুই কোম্পানির মধ্যে জুট স্পিনার্সের দর বেড়েছে ৩০ পয়সা এবং সোনালী আঁশের ১ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে, কাগজ ও প্রকাশনা খাতের ৩টি কোম্পানিরই শেয়ার দরই বেড়েছে। কোম্পানিগুলো হলো-বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং লিমিটেড। এরমধ্যে বেশি দর বেড়েছে হাক্কানী পাল্পের। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা। অন্য দুই কোম্পানির মধ্যে বসুন্ধরা পেপারের ৭০ পয়সা এবং খুলনা প্রিন্টিংয়ের ৮০ পয়সা দর বেড়েছে।
শেয়ারবার্তা / হামিদ