1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ভিএফএস ছাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পিএম

ভিএফএস ছাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
VFS-tread

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ছাড়ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। কোম্পানিটির শেয়ার ধারণের সর্বশেষ প্রতিবেদন থেকে এমন চিত্রই ফুটে উঠেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত ৩১ অক্টোবর ২০১৯ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৭০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এসে দাঁড়িয়েছে ৭.৪১ শতাংশে। অর্থাৎ এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ৫.২৯ শতাংশ শেয়ার বা ৫৪ লাখ ২২ হাজার ৫০০ শেয়ার বিক্রি করে দিয়েছেন।

এছাড়া, কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কোম্পানিটি প্রতি মাসে সময়মতো ডিএসইতে শেয়ার ধারণের প্রতিবেদন প্রেবণ করে না। জানুয়ারি মাসের প্রতিবেদন তালিকাভুক্ত প্রায় সব কোম্পানি অনেক আগে প্রেরণ করলেও ভিএফএস থ্রেড এখনো প্রেরণ করেনি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২০ জানুয়ারি ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ৪০ পয়সা। আজ (২৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকায়। ২৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা বা ৫৯.৭২ শতাংশ। আজ পতনের বাজারেও এর শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।

ডিএসইর এক কর্মকর্তা জানান, কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন সংবেদনশীল তথ্য তাদের জানা নেই। কোন কারণ ছাড়াই ধারাবাহিকভাবে বাড়ছে এর দর বাড়ছে। তাই কোন কারণ ছাড়া কোম্পানিটির শেয়ার দরে অস্বাভাবিক বৃদ্ধিকে তারা স্বাভাবিকভাবে দেখছেন না।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ