1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন খাতের দখলে লেনদেনের ৫০ শতাংশ
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পিএম

তিন খাতের দখলে লেনদেনের ৫০ শতাংশ

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫০ শতাংশের বেশি ছিল তিন খাতের দখলে। খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, বস্ত্র ও প্রকৌশল খাত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন চিত্রে এ তথ্য মিলেছে।

সোমবার ডিএসইতে ৬০০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার।

এদিন সব থেকে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ার। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ১০৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৭ শতাংশ। আগের দিনের তুলনায় আজ এখাতে লেনদেন বেড়েছে ৩ দশমিক ৩৪ শতাংশ। আগেরদিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৪৯ কোটি টাকার কিছু বেশি।

লেনদেনে বড় ভূমিকা রাখলেও এদিন ওষুধ ও রসায়ন খাতের সমান সমান কোম্পানির শেয়ারের দর বেড়েছে ও কমেছে। এ খাতে আজ ১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫টির। আর ২টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থান দখল করা বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর ৯৬ কোটি ২৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক শূন্য ৭৫ শতাংশ। লেনদেনের পাশাপাশি দাম বাড়ার তালিকাতেও দাপট দেখিয়েছে এ খাত। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ১৯টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনে তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ৯১ কোটি ৬৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯৫ শতাংশ। লেনদেনে অংশ নেয়া এ খাতের কোম্পানিগুলোর মধ্যে ১২টির দর বেড়েছে, ২২টির দর কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত ছিল।

এছাড়া অন্য খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিবিধ খাতে ৪০ কোটি ২৬ লাখ, সিমেন্ট খাতে ৩০ কোটি ৮৪ লাখ, ইন্সুরেন্স খাতে ৩০ কোটি ৫৩ লাখ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ কোটি ১ লাখ, খাদ্য খাতে ২৮ কোটি ২৪ লাখ, টেলিযোগাযোগ খাতে ২৬ কোটি ৫১ লাখ, ব্যাংক খাতে ২৩ কোটি ১৬ লাখ, তথ্য প্রযুক্তি খাতে ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ