সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বড় পতনে উভয় পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-ভিএফএস থ্রেড, গ্লোবাল হেভি কেমিক্যালস, কাশেম ইন্ডাষ্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, পিডিএল, সিলভা ফার্মা, মেঘনা পিইটি ও সিভিও পেট্রো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ভিএফএস থ্রেডের। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৬ শতাংশ। লেনদেন হয়েছে ৯৬ লাখ ৫৫ হাজার ৮৪৬টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২৬ কোটি ৯৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৭০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।
বিক্রেতা সংকটের দ্বিতীয় কোম্পানি ছিল গ্লোবাল হেভি কেমিক্যালসের। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ। লেনদেন হয়েছে ৬৮ হাজার ৫১৯টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২৪ লাখ ৭৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ৬০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।
কাশেম ইন্ডাষ্ট্রিজের শেয়ার ৪৪ টাকা ৬০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। লেনদেন হয়েছে ২৫ লাখ ৮৭ হাজার ৩০৮টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা।
সেন্ট্রাল ফার্মার শেয়ার ১০ টাকা ৫০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। শেয়ারটির দর বেড়েছে ৯.৩৭ শতাংশ। লেনদেন হয়েছে ৪২ লাখ ৮৬ হাজার ৭৯৩টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৪ কোটি ৪৩ লাখ ২৪ হাজার টাকা।
পিডিলের শেয়ার ছিল আজ বিক্রেতা সংকটের পঞ্চম কোম্পানি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৩৭ শতাংশ। লেনদেন হয়েছে ২৩ লাখ ১৭ হাজার ৫৫টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৫০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।
এছাড়া, সিলভা ফার্মা, মেঘনা পিইটি এবং সিভিও পেট্রোর শেয়ারও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ার কাছাকাছি লেনদেন হয়। কোম্পানিগুলোর মধ্যে আজ সিলভা ফার্মার দর বেড়েছে ৮.৮৪ শতাংশ, মেঘনা পিইটির ৮.৭৯ শতাংশ এবং সিভিও পেট্রোর ৭.৪১ শতাংশ।
শেয়ারবার্তা / আনিস