সপ্তাহের প্রথমদিন রোববারের ধারাবাহিকতায় সোমবারও পুঁজিবাজারে মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন খাতের শতভাগ কোম্পানির দরপতন হয়েছে এবং অন্য দুই খাতে ৮০ শতাংশের বেশি কোম্পানির দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ যে তিন খাতে শতভাগ কোম্পানির দরপতন হয়েছে, সেই খাতগুলো হলো-টেলিযোগাযোগ খাত, কাগজ ও প্রকাশনা খাত এবং পাট খাত।
অন্যদিকে, আরও যে দুই খাতে ৮০ শতাংশের বেশি কোম্পানির দরপতন হয়েছে, সেই খাত দুটি হলো-বীমা খাত ও চামড়া খাত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ টেলিযোগাযোগ খাতে ২টি কোম্পানি-গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবলস; কাগজ ও প্রকাশনা খাতে ৩টি কোম্পানি বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং এবং পাট খাতে ৩টি কোম্পানি-জুট স্পিনার্স, নর্দার্ন জুট ও সোনালী আঁশের শেয়াররদ কমেছে।
অন্যদিকে, আজ বীমা খাতে ৮৭.২৩ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এখাতে ৪৭টি কোম্পানির মধ্যে ৪১টির দর কমেছে, ৬টির দর বেড়েছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চামড়া খাতে ৮৩.৩৩ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এখাতে ৬টি কোম্পানির মধ্যে ৫টির দর কমেছে এবং ১টির দর বেড়েছে।
এছাড়া, ভ্রমণ ও বিনোদন খাতে ৭৫ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭৩.৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
শেয়ারবার্তা / আনিস