1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৪০০ লভ্যাংশ ঘোষণার পরও দরপতনে বিএটিবিসি
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ এএম

৪০০ লভ্যাংশ ঘোষণার পরও দরপতনে বিএটিবিসি

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
BATBC Logo

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ১০ টাকা অবিহিত মূল্যের এই কোম্পানির প্রতিটি শেয়ারে ৪০ টাকা করে নগদ পাবেন শেয়ারহোল্ডাররা গতবছর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ৫০০ শতাংশ নগদ এবং ২০০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

আজ ডিএসইতে লভ্যাংশের খবরে ১৪ টাকা দর কমেছে প্রতিষ্ঠানটির। রোবারের সমপনী দাম ছিল ১ হাজার ৬৩ টাকা। প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন আর্থিক বিবরণী অনুসারে পিই ২২ দশমিক ১৮ পয়েন্ট।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেটের আগে শেয়ারটি কিনে রেকর্ড ডেট পর্যন্ত শেয়ারটি ধারন করেতে হবে।রেকর্ড ডেট ১২ মার্চ ২০২০।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ টাকা ৩৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯৮ টাকা ৮৫ পয়সা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ৭২ দশমিক শতাংশ ৯১ শতাংশ শেয়ার আছে তাদের উদ্যোক্তাদের কাছে।সরকারের কাছে আছে দশমিক ৬৪ শতাংশ শেয়ার।
প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১০ শতাংশ শেয়ার। বিদেশীদের কাছে আছে ১৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার।

প্রতিষ্ঠানটির মোট শেয়ার ১৮ কোটি। রোববার ৮২ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ