1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহের প্রথমদিন সূচক ও লেনদেনে পতন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১১ এএম

সপ্তাহের প্রথমদিন সূচক ও লেনদেনে পতন

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
down

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০২ কোটি ১৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিলে ৭৭০ কোটি ৬০ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৩ কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ