রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, কোম্পানিগুলোর ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৮৯০টি শেয়ার ৩৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৫ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৭ কোটি ২৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকার ব্যাংক এশিয়া এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের।
এছাড়া গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার, ইন্ট্রাকোর ১৬ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৩২ লাখ ৯০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২০ লাখ ৩০ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৮ লাখ ৮৪ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৪০ লাখ ৬১ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৭৪ লাখ ১৯ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭৭ লাখ ২৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫১ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/সাইফুল