1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নর্দার্ণ জুটের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত, কারখানা বন্ধ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৫০ এএম

নর্দার্ণ জুটের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত, কারখানা বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুটের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে কারখানাটি সাময়িক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের ২২ জানুয়ারি উচ্চ আদালতের দেয়া আদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর নর্দান জুটের সব ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকে থাকা কোম্পানিটির সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর ফলস্বরূপ কোম্পানিটি কোনো রফতানি আয় করতে পারছে না। কাঁচামালের জন্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ করতে পারছে না। এমনকি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়ার মত অবস্থাও নেই কোম্পানিটির।

এ কারণে কোম্পানিটির কর্তৃপক্ষ কারখানা সাময়িক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে কার্যকর হবে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ