সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-শ্যামপুর সুগার, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণফোন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন উভয় পুঁজিবাজার উত্থান প্রবণতায় শুরু হয়। গ্রামীণফোনের শেয়ার দরে চাঙ্গাভাব দেখা দেয়ায় বাজার উত্থান প্রবণতায় ফিরে।
আজ লেনদেন শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় পৌঁছে যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্যামপুর সুগারের দর বেড়েছে ৯.৮৯ শতাংশ, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯.৭২ শতাংশ এবং গ্রামীণফোনের দর বেড়েছে ৮.৭৩ শতাংশ।
এ সময়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোনের সর্বোচ্চ লেনদেন হয়েছে ৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার এবং এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রি হয়েছে প্রায় ৪০ টাকার। অন্যদিকে, শ্যামপুর সুগারের মাত্র ৩টি শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা / আনিস