পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, আলোচিত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩১ পয়সা।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৮ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা এবং এনএভিপিএস ছিল ১৬ টাকা ৮৮ পয়সা।
আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
শেয়ারবার্তা / আনিস