1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে দর বিপর্যয়ের শীর্ষ ১০ কোম্পানি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১১ এএম

বিদায়ী সপ্তাহে দর বিপর্যয়ের শীর্ষ ১০ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
down-trd

বিদায়ী সপ্তাহে দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতি ছিল সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ। আলোচ্য সপ্তাহে সিংহভাগ কোম্পানির শেয়ার দরে ছিল তেজিভাব। কয়েকটি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। ৫০টি কোম্পানির দর বেড়েছে ১০ শতাংশের বেশি। কিন্তু ঊর্ধ্বমুখী বাজারেও শেয়ার দরে বিপর্যয় ঘটেছে ১০ কোম্পানির। কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে ১৩ শতাংশ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিদায় সপ্তাহে শেয়ার দর বিপর্যয়ের শীর্ষে ছিল সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৭৫ টাকা ৫০ পয়সা বা ১৩ দশমিক ৮ শতাংশ। সপ্তাহের প্রথমদিন কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৭৭ টাকা ২০ পয়সা এবং শেষদিন ক্লোজিং দর ছিল ৫০১ টাকা ৭০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ২৯ কোটি ৫২ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৯০ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

দর বিপর্যয়ের দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৪৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ছিল দর বিপর্যয়ের তৃতীয় কোম্পানি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

চাঙ্গা বাজারে দর বিপর্যয়ের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার মিলস, প্রভাতি ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইসলামি ইন্স্যুরেন্স বিডি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এফএএস ফিন্যান্স ও আনলিমা ইয়ার্ন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ