1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দুই বীমা কোম্পানিতে প্রাতিষ্ঠানি ও বিদেশী বিনিয়োগ বেড়েছে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৮ এএম

দুই বীমা কোম্পানিতে প্রাতিষ্ঠানি ও বিদেশী বিনিয়োগ বেড়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

দুই বীমা কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ৪৭ কোম্পানির মধ্যে দুই কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। অন্যদিকে, ৪ কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং ৪টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত শেয়ার ধারণের সর্বশেষ ৩১ জানুয়ারির চিত্র থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বীমা খাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ রয়েছে এবং ৪৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে দুটি কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। কোম্পনি দুটি হলো-বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স (বিএনআইসিএল) ও তাকাফুল ইন্সুরেন্স। বিএনআইসিএলে বিদেশি বিনিয়োগ দশমিক শুন্য ৭ শতাংশ থেকে দশমিক ১৪ শতাংশে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৫ দশমিক ৮১ শতাংশ থেকে ৭ দশমিক ৫৬ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, তাকাফুল ইন্সুরেন্সে বিদেশি বিনিয়োগ ২ দশমিক তেত্রিশ থেকে ২ দশমিক চৌত্রিশ শতাংশে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৫ দশমিক সাতচল্লিশ শতাংশে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৫ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।

আলোচ্য সময়ে ৪টি কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পনি ২টি হলো-ঢাকা ইন্সুরেন্স ও রূপালী জেনারেল ইন্সুরেন্স। কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্সুরেন্সে বিদেশি বিনিয়োগ ২ দশমিক ৩ শতাংশ থেকে ১ দশমিক ৯৭ শতাংশে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২৩ দশমিক ১৭ শতাংশ থেকে ২২ দশমিক ৫৩ শতাংশে নেমেচ।

অন্যদিকে, দুটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমেছে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছ। কোম্পানি দুটি হলো- সিটি ইন্সুরেন্স ও ঢাকা ইন্সুরেন্স। সিটি ইন্সুরেন্সে বিদেশি বিনিয়োগ দশমিক ৭০ শতাংশ থেকে দশমিক ৫২ শতাংশে নেমেছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২০ দশমিক ২০ থেকে ২১ দশমিক ৮০ শতাংশে উন্নীত হয়েছে। আর ঢাকা ইন্সুরেন্সে বিদেশি বিনিয়োগ দশমিক ২১ শতাংশ থেকে দশমিক ১৮ শতাংশে নেমেছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৬ দশমিক ৭২ থেকে ৮ দশমিক ৪৬ শতাংশে উন্নীত হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ