1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লিস্টিং রেগুলেশন অমান্য করছে তালিকাভুক্ত দুই কোম্পানি
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ এএম

লিস্টিং রেগুলেশন অমান্য করছে তালিকাভুক্ত দুই কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ও ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিচালনা পর্ষদের সভা আহবান ও প্রান্তিকীয় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মাধ্যমে কোম্পানি দুটি লিস্টিং রেগুলেশনের আইন লঙ্ঘন করেছে। কোম্পানি দুটির মধ্যে সমতা লেদার দ্বিতীয় প্রান্তিকের এবং ফ্যামিলিটেক্স প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর ১৬(১) ধারা অনুযায়ী, প্রান্তিকীয় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও তা অনুমোদনের জন্য তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সভা ও ফান্ডের ট্রাস্টি কমিটির সভা আয়োজন করতে হলে এর অন্তত তিন কার্যদিবস আগে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সভার তারিখ ও সময় জানাতে হবে। কিন্তু কোম্পানি দুটি পর্ষদ সভার আয়োজন করলেও ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আগে থেকে কোনো প্রকার তথ্য দেয়নি। ডিএসইর ওয়েবসাইটেও কোম্পানি দুটির পর্ষদ সভাসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে বৃহস্পতিবার এক্সচেঞ্জটির ওয়েবসাইটে ফ্যামিলিটেক্স ও সমতা লেদারের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসইর এক কর্মকর্তা বলেন, ফ্যামিলিটেক্স ও সমতা লেদার তাদের সর্বশেষ পর্ষদ সভাসংক্রান্ত কোনো তথ্য আমাদের দেয়নি। এজন্য আমরা তা আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করতে পারিনি। তথ্য না দিয়ে পর্ষদ সভা করার বিষয়টি আমাদের নজরে এসেছে। কোম্পানি দুটির বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্যামিলিটেক্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ৯ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল শূন্য দশমিক শূন্য শূন্য ১ টাকা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ৩ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক শূন্য ২১ টাকা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৪ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফ্যামিলিটেক্সের ইপিএস হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য ৬ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল শূন্য দশমিক শূন্য ২৩ টাকা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৬৪ পয়সা।

এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের বিক্রি হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ৫০ লাখ ৭৮ হাজার টাকা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৯ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা।

চলতি হিসা্ব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সমতা লেদারের বিক্রি হয়েছে ২ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা। কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ লাখ ৮৯ হাজার টাকা। ইপিএস হয়েছে ৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৪১ পয়সা।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ