পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-লিন্ডে বিডি, ইউনাইটেড ফাইন্যান্স এবং আইডিএলসি ফাইন্যান্স।
আইডিএলসি : আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ৩৫ শতাংশ লভ্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৯ পয়সা।আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ২৯ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ইউনাইটেড ফাইন্যান্স : ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
লিন্ডে বিডি : লিন্ডে বিডি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮০ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৫ টাকা ৯৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৫ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
শেয়ারবার্তা / আনিস