1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ছয় খাতের শেয়ার দরে বিপর্যয়
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পিএম

ছয় খাতের শেয়ার দরে বিপর্যয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
down

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা নেমে এসেছে। এ নিয়ে চলতি সপ্তাহের দুই কার্যদিবস বাজার পতন প্রভণতায় ছিল। এদিন উভয় পুঁজিবাজারে কমেছে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। পতনের বাজারে আজ ৬ খাতের শেয়ার দরে বিপর্যয় দেখা দিয়েছে। খাতগুলো হলো-ব্যাংক খাত, বীমা খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত, সিরামিক খাত, বিদ্যুত ও জ্বালানি খাত এবং ফার্মা ও রসায়ন খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্যাংকিং খাতের শেয়ারে। এখাতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে ২৫টি বা ৮৩.৩৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, ২টি বা ৬.৬৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে এবং ৩টি বা ১০ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

এদিন দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এখাতে তালিকাভুক্ত ৩০টি ফান্ডের মধ্যে ৩৩টি বা ৮১.০৮ শতাংশ ফান্ডের ইউনিট দর কমেছে, ৪টি বা ১০.৮১ শতাংশ ফান্ডের ইউনিট দর বেড়েছে এবং ৩টি বা ৮.৮১ শতাংশ ফান্ডের ইউনিট দর অপরিবর্তিত ছিল।

তৃতীয় সর্বোচ্চ দরপতনের কবলে ছিল বীম খাত। এখাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে ৩৮টি বা ৮০.৮৫ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, ৮টি বা ১৭.০২ শতাংশ কোম্পানির দর বেড়েছে এবং ১টি বা ২.১০ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

একইভাবে আজ সিরামিক খাতে দর কমেছে ৭৯ শতাংশ কোম্পানির, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭৮.৯৫ শতাংশ কোম্পানির এবং ফার্মা ও রসায়ন খাতে ৭৮.১৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

এছাড়া, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৬৪.৭১ শতাংশ, লিজিং খাতে ৬৮.১৮ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৬০ শতাংশ, বিবিধ খাতে ৫৮.৩৩ শতাংশ এবং বস্ত্র খাতে ৫২.১৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ