সাতমাস পেরিয়ে গেলেও ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তৈরির কাজ নিয়ে গড়িমসি করছে সরকারি দুই নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সরকারি এই দুটো সংস্থার ওয়েবসাইটে এখনও ঝুলছে ২০১৭-১৮ সালের সেই পুরানো প্রতিবেদন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক (বিবি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উভয়ই এখনও বার্ষিক প্রতিবেদন বের করার কাজ করছে। সাধারণত এই প্রতিবেদন ওয়েবসাইটে পোস্ট করা হয়। কিন্তু বিদায়ী অর্থবছর শেষ হওয়ার সাত মাস পরেও ২০১৮-১৯ সালের প্রতিবেদন এখনও ওয়েবসাইটে আসেনি। সঙ্গত কারণেই ওই প্রতিবেদন সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না।
এ প্রসঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০১৮-১৯ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আমরা প্রায় প্রস্তুত। এই মাসের মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
অন্যদিকে বিএসইসি’র সাথে যোগাযোগ করা হলে সংস্থাটির রেগুলেটর জানান, অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে বিএসইসি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে।
তিনি আরও জানান, ‘আমরা ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করেছি কিন্তু এখনও অনুমোদন পাইনি। মন্ত্রণালয়ের অনুমোদিত কপি পাওয়ার পরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।’”
শেয়ারবার্তা / মিলন