সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলাবর সমন্বয়ের পর বুধবার উত্থান হলেও বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে অবনতি হয়েছে। এদিন উভয় বাজারের প্রধান সুচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে এদিন সূচকের পতন হলেও বড় ধরনের পতন থেকে রক্ষা করেছে গ্রামীণ ফোন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার পর্যালোচনায় এ তথ্য দেখা গেছে।
তথ্যমতে, সপ্তাহের শেষ দিন পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। যার ফলে সূচকের পতন হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে। কিন্তু আজ গ্রামীণফোনের শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৩.৭৬ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর বাড়াতে ডিএসই’র সূচক বেড়েছে ২০.৯৩ শতাংশ। অর্থাৎ গ্রামীণফোনের শেয়ার দর না বাড়লে ডিএসই’র সূচকের আরও প্রায় ২১ পয়েন্টের পতন হতো।
শেয়ারবার্তা / আনিস