1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে ১৪ কোম্পানির শেয়ার
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পিএম

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে ১৪ কোম্পানির শেয়ার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
up.

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলাবর সমন্বয়ের পর বুধবার উত্থান হলেও আজ বৃহস্পতিবার আবারও পতনের ধারায় ফিরেছে উভয় পুঁজিবাজার। এদিন উভয় পুঁজিবাজারের প্রধান সুচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে পতনের বাজারেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে লেনদেন হয়েছে ১৪ কোম্পানির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো-বিএসআরএম স্টিল, আইএসএন, বিএসআএম, হাক্কানী পাল্প, এসআলম কোল্ড স্টোরেজ, মেঘনা সিমেন্ট, বসুন্ধরা পেপার, এমএল ডাইং, ইউনাইটেড এয়ার, এস্কয়ার নিট, তসরিফা, জুট স্পিনার্স, রানার অটো ও হাইডেবার্গ সিমেন্ট লিমিটেড।

কোম্পানিগুলো মধ্যে বিএসআরএম স্টিল, আইএসএন, বিএসআএম, হাক্কানী পাল্প ও এসআলম কোল্ড স্টোরেজ লিমিটেড দিনের শেষ লেনদেন পর্যন্ত বিক্রেত সংকটে থেকে হল্টেড থাকে। লেনদেনের শেষ দিকেও কোম্পানিগুলোর ক্রেতাদের শক্ত অবস্থান ছিল।

কিন্তু দিনের শেষভাগে বাজারে পতন শুরু হলে মেঘনা সিমেন্ট, বসুন্ধরা পেপার, এমএল ডাইং, ইউনাইটেড এয়ার, এস্কয়ার নিট, তসরিফা, জুট স্পিনার্স, রানার অটো ও হাইডেবার্গ সিমেন্ট লিমিটেডের হল্টেড ছুটে যায়। লেনদেনের শেষভাগে এসব কোম্পানির বিক্রেতাদের বেশ শক্তভাবে জড়ো হতে শুরু করে। ফলে কোম্পানিগুলোর ক্রেতারা কিছুটা পিছু হটে যায়।

কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিল, আইএসএন, বিএসআএম, হাক্কানী পাল্প ও এসআলম কোল্ড স্টোরেজের শেয়ার দর ৯.৬১ শতাংশের বেশি বেড়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ