1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চাঙ্গা বাজারে দুই খাতের শেয়ার দরে বিপর্যয়
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পিএম

চাঙ্গা বাজারে দুই খাতের শেয়ার দরে বিপর্যয়

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
downtren

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হলেও তালিকাভুক্ত ১৯ খাতের মধ্যে দুই খাতের কোম্পানির শেয়ার দরে বিপর্যয় হয়েছে। এ দুই খাতে ৭০ শতাংশ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। খাতগুলো হলো-আর্থিক খাত ও বীমা খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি দরপতন হয়েছে আর্থিক খাতের শেয়ারে। এখাতে তালিকাভুক্ত ২২টি কোম্পানির মধ্যে ১৬টি বা ৭২.৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, ২টি বা ৯.০৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে এবং ৪টি বা ১৮.১৮ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, বীমা খাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে ৩৩টি বা ৭০.২১ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে, ১০টি বা ২১.২৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে এবং ৪টি বা ৮.৫১ শতাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

এছাড়া, আজ আরও ৫ খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। খাতগুলো হলো-ব্যাংক খাত, বস্ত্র খাত, বিবিধ খাত, ফার্মা ও রসায়ন খাত এবং খাদ্য খাত।

এর মধ্যে খাদ্য খাতে ৫৮.৮২ শতাংশ, বিবিধ খাতে ৫৮.৩৩ শতাংশ, ব্যাংক খাতে ৫৩.৩৩ শতাংশ, বস্ত্রখাতে ৫২.৬৩ শতাংশ এাবং ফার্মা ও রসায়ন খাতে ৫১.৬১ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ