একদিন সংশোধনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজার আবারও ইতিবাচক প্রবণতায় ফিরেছে। আজ দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্টের বেশি বেড়েছে। ডিএসইতে আজ দুই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শতভাগ শেয়ার দর বৃদ্ধি পাওয়া খাত দুটি হলো-টেলিযোগাযোগ এবং পেপার ও প্রকাশনা খাত।
বাজার পর্যালোচনায় দেখা যায়, টেলিযোগাযোগ খাতের দুটি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। কোম্পানি দুটি হলো-গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড। গ্রামীণফোনের শেয়ার দর বেড়েছে ২১ টাকা ৫০ পয়সা। এদিকে শেষ লেনদেন অ্নুযায়ী বাংলাদেশ সাবমেরিন কেবলসের দর বেড়েছে ৪০ পয়সা। তবে কোম্পানিটির ক্লোজিং দর গতকালের তুলনায় কমেছে ২০ পয়সা।
অন্যদিকে, পেপার ও প্রকাশনা খাতের তিনটি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। কোম্পানি তিনটি হলো-বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প এবং খুলনা প্রিন্টিং লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের দর বেড়েছে ৮০ পয়সা, হাক্কানী পেপারের দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা এবং খুলনা্ প্রিন্টিংয়ের দর বেড়েছে ৩০ পয়সা।
শেয়ারবার্তা / মিলন