একদিন সংশোধনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজার আবারও ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। আজ দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্টের বেশি বেড়েছে। ডিএসইতে বিক্রেতা না থাকায় এদিন হল্টেড হয়েছে ১২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-আসিবি থার্ড মিউচ্যুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল, হাক্কানী পাল্প, বিএসআরএম লিমিটেড, এসকেট্রিম, আলিফ ইন্ডাষ্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস, প্রাইমআইসিবি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, কোহিনূর কেমিক্যালস, সিভিও পেট্রো ও এমআই সিমেন্ট লিমিটেড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট দর ৯.১০ শতাংশের বেশি বেড়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-আসিবি থার্ড মিউচ্যুয়াল ফান্ড, বিএসআরএম স্টিল, হাক্কানী পাল্প, বিএসআরএম লিমিটেড, এসকেট্রিম, আলিফ ইন্ডাষ্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস, প্রাইমআইসিবি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
অন্যদিকে, ৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে ৮.৫৫ শতাংশের বেশি। প্রতিষ্ঠানগুলো হলো-কোহিনূর কেমিক্যালস, সিভিও পেট্রো ও এমআই সিমেন্ট লিমিটেড।
শেয়ারবার্তা / মিলন