1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ এএম

এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭১৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৩ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা যাবে। ফান্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্ড ট্রাস্ট এবোঞ সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসাবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ