টানা পাঁচ কর্মদিবস উত্থানের পর মঙ্গলবার সংশোধনে ফিরেছে দেশের উভয় পুঁজিবাজার। সংশোধনের ধাক্কায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)এদিন তিন খাতে ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। খাতগুলো হলো-বীমা, তথ্য প্রযুক্তি এবং কাগজ ও প্রশাসনা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ কাগজ ও প্রকাশনা খাতে শতভাগ কোম্পানির অর্থাৎ তালিকাভুক্ত ৩ কোম্পানিরই শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো-বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
বীমা খাতে ৮০.৮৫ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এখাতে ১৪.৮৯ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৪.২৬ শতাংশ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এখাতে ৪৭টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ৩৯টির, বেড়েছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছছে ১টি কোম্পানির।
তথ্য প্রযুক্তি খাতে ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। বেড়েছে ১০ শতাংশ কোম্পানির এবং কমেছে ১০ শতাংশ কোম্পানির শেয়ারদর। অর্থাৎ এখাতে ১০টি কোম্পানির মধ্যে শেয়ারদর কমেছে ৮টির, বেড়েছে ১টির এবং অপরিবর্তিত রয়েছছে ১টি কোম্পানির।
এছাড়া, এদিন নন-ব্যাংকিং আর্থিক খাতে ৭৭.২৭ শতাংশ কোম্পানির শেয়ারদর, ব্যাংক খাতে ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর, চামড়া খাতে ৬৬.৬৭ শতাংশ কোম্পানির শেয়ারদর, প্রকৌশল খাতে ৫৩.৮৫ শতাংশ কোম্পানির শেয়ারদর, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫২.৬৩ শতাংশ কোম্পানির শেয়ারদর, সেবা ও অবকাশ খাতে ৫০ শতাংশ কোম্পানির শেয়ারদর এবং বিবিধ খাতে ৫০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
শেয়ারবার্তা / হামিদ