1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এবার ক্রেতা সংকটে তালিকাভুক্ত ৩ কোম্পানি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১২ এএম

এবার ক্রেতা সংকটে তালিকাভুক্ত ৩ কোম্পানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিশেষ তহবিল গঠনের খবরে পুঁজিবাজারে টানা ৫ দিন উত্থান প্রবণতা দেখা গেছে। আলোচ্য দিনগুলোতে প্রায় প্রতিদিনই ২০ কোম্পানির বেশি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হতে দেখা গেছে। কোনদিন ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এমনটি ঘটেনি। কিন্তু আজ ক্রেতা সংকটে পড়ে উল্টো হল্টেড হয়েছে ৩ কোম্পানি। এদিন কোম্পানিগুলো শেয়ার লেনদেনের এক পর্যায়ে ক্রেতাশুন্য হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো-সন্ধানী লাইফ ইন্সুরেন্স, শ্যামপুর সুগার ও সানলাইফ ইন্সুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন লেনদেনের শুরুতে আগের ৫ দিনের ধারাবাহিকতায় বাজারে চাঙ্গাভাবে দেখা যায়। দিনের প্রথমভাগে তালিকাভুক্ত ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার দরে ইতিবাচক প্রবণতা দেখা যায়। কিন্তু দিনের শেষভাগে বাজারে উল্টো চিত্র দেখা দেয়। এ সময়ে বাজার কিছুটা সংশোধনে ফিরে যায়। সংশোধেনের ধাক্কায় লেনদেনের শেষভাগে বেশিরভাগ কোম্পানির শেয়ার নেতিবাচক প্রবণতায় ফিরতে দেখা যায়।

লেনদেনের এক পর্যায়ে সন্ধানী লাইফ ইন্সুরেন্স, শ্যামপুর সুগার ও সানলাইফ ইন্সুরেন্সের শেয়ার বিক্রেতাদের চাপে পড়ে। কোম্পানিগুলোর বিক্রেতাদের চাপ সামলাতে না পেরে ক্রেতাশুন্য হয়ে হল্টেড হয়ে যায়।

এছাড়া, লেনদেনের শেষভাগে আরও অনেক কোম্পানির দরে হঠাৎ করে বিপর্যয় দেখা যায়। এর মধ্যে বীমা, ব্যাংক ও লিজিং খাতের কোম্পানির সংখ্যাই বেশি।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ