1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চার খাতের দখলে অর্ধেকের বেশি লেনদেন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:১২ এএম

চার খাতের দখলে অর্ধেকের বেশি লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
up

ধারাবাহিকভাবে বাড়ছে পুঁজিবাজরে মূল্যসূচক ও লেনদেন। সপ্তাহের প্রথমদিনের ধারাবাহিকতায় সোমবারও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৭৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ফলে এক বছরের মধ্যে বাজারটিতে আজ সর্বোচ্চ লেনদন হলো। আর সবকটি মূল্য সূচকের উত্থানের মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল পুঁজিবাজার।

আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫২.৪৭ শতাংশই ছিল চার খাতের কোম্পানির দখলে। খাতগুলো হলো- বস্ত্র খাত, ফার্মা ও রসায়ন, প্রকৌশল ও বীমা খাত। ডিএসইর লেনদেন চিত্রে এ তথ্য মিলেছে।

আজ ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ১৩৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৪.১০ শতাংশ। এ খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টির দর বেড়েছে। বিপরীতে ১৬টির দর কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনে দ্বিতীয় স্থান দখল করা ফার্মা ও রসায়ন খাতের প্রতিষ্ঠানগুলোর ১৩২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৯৫ শতাংশ। এ খাতের ৩২টি কোম্পানির মধ্যে ১৯টির দর বেড়েছে। বিপরীতে ১২টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল।

১২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে ছিল প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনে এখাতের অবদান ছিল ১৩.৬১ শতাংশ। এ খাতের ৩৯টি কোম্পানির মধ্যে আজ ২২টির দর বেড়েছ। বিপরীতে ১৬টির দর কমেছে এবং ১টির দর কমেছে।

লেনদেনে চতুর্থ স্থানে থাকা বীমা খাতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। যা ডিএসইর মোট লেনদেনের ১০.৮১ শতাংশ। এ খাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে ৩৮টির দর বেড়েছ। বিপরীতে ৮টিদর কমেছে এবং ১টির দর কমেছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ