পুঁজিবাজার তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো : আফতাব অটো মোবাইল, কোহিনূর কেমিক্যাল, সোনালী আঁশ।
প্রাপ্ত তথ্যমতে, রবিবার আফতাব অটোর শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯ টাকা ৪০ পয়সায়। আজ সোমবার ৩০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
কোহিনূর কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৭৩ টাকা ৮০ পয়সায়। আজ সোমবার ৪০০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৪০৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৩২ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
সোনালী আঁশের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৪৪ টাকা ৯০ পয়সায়। সোমবার ৩৫৩ টাকায় কোম্পানিটির লেনদনে শুরু হয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৩৭৫ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৩০ টাকা ১০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়েছে।
বর্তমানের এই কোম্পানি ৩টির শেয়ার বিক্রি করার মতো কোন বিনিয়োগকারী নেই।
শেয়ারবার্তা/ সাইফুল