সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-অরিয়ন ইনফিউশন, সালভো ক্যামিকেল, আইসিবিএমপ্লয়িজফাস্ট প্রভিডেন্ড ফান্ড:স্কিম-১, এসিআই ফর্মুলা, সায়হাম টেক্সটাইল, প্রিমিয়াম সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, নাভানা সিএনজি, অরিয়ন ফার্মা, বেক্সিমকো, আফতাব অটো, এসিআই, এসআলম কোল্ড স্টিল, এপেক্স স্পিনিং, এনসিসি ব্যাংক, এরামিট সিমেন্ট, ফার ক্যামিকেল, জাহিন স্পিনিং, কোহিনূর ক্যামিকেল, বিআইএফসি ও ইউনিয়ন ক্যাপিটেল ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
এছাড়া, মালেক স্পিনিং, সিটি ব্যাংক, বেক্সিমকো সিনথেটিক্স, আরগন ডেনিম, জাহিন টেক্সটাইল, মেট্রো স্পিনিং, পদ্মা ওয়েল, আমরা নেটওয়ার্ক, এমএল ডাইং এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ারও বিক্রেতা সংকটের কাছাকাছি দরে লেনদেন হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২টির শেয়ার দিনের মধ্যভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হতে দেখা যায়। লেনদেনের শেষভাগ পর্যন্ত এদের বিক্রেতার দেখা মিলেননি। প্রতিষ্ঠানগুলো হলো-অরিয়ন ইনফিউশন, সালভো ক্যামিকেল, আইসিবিএমপ্লয়িজফাস্ট প্রভিডেন্ড ফান্ড:স্কিম-১, এসিআই ফর্মুলা, সায়হাম টেক্সটাইল, প্রিমিয়াম সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, নাভানা সিএনজি, অরিয়ন ফার্মা, বেক্সিমকো, আফতাব অটো, এসিআই, এসআলম কোল্ড স্টিল, এপেক্স স্পিনিং, এনসিসি ব্যাংক, এরামিট সিমেন্ট, ফার ক্যামিকেল, জাহিন স্পিনিং, কোহিনূর ক্যামিকেল, বিআইএফসি ও ইউনিয়ন ক্যাপিটেল, প্রিমিয়ার ব্যাংক ও মালেক স্পিনিং লিমিটেড।
অন্যদিকে, ১১টি প্রতিষ্ঠানের শেয়ারও লেনদেনের এক পর্যায়ে হল্টেড থাকে। তবে লেনদেনের শেষভাগে প্রতিষ্ঠানগুলোর কিছু বিক্রেতা জড়ো হতে দেখা যায়। যদি বিক্রেতার সংখ্যা ছিল খুবই স্বল্প।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এদিন ব্যাংক খাতের কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে–এটি বাজারের জন্য ইতিবাচক।
শেয়ারবার্তা / আনিস