পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিশেষ তহবিল গঠনের খবরে বাজারে টানা উত্থান প্রবণতা চলছে। তৃতীয় দিনের মতো আজও (বৃহস্পতিবার) বড় উত্থানে উভয় বাজারে লেননেদ শেষ হয়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ খাতের শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাতগুলো হলো-সিমেন্ট, কাগজ ও প্রকাশনা, টেলিযোগাযোগ, সেবা ও আবাসন এবং ভ্রমণ ও অবকাশ খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সিমেন্ট খাতে তালিকাভুক্ত ৭টি কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। কোম্পানিগুলো হলো-এরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এমআই সিমেন্ট ও লাফার্জ সুরমা সিমেন্টের। সবচেয়ে বেশি দর বেড়েছে প্রিমিয়ার সিমেন্ট ও কনফিডেন্স সিমেন্টের। কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে যথাক্রমে ৯.২০ শতাংশ ও ৪.৭৪ শতাংশ। এর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।
কাগজ ও প্রকাশনা খাতে তালিকাভুক্ত ৩টি কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। কোম্পানি ৩টি হলো-বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে হাক্কানী পাল্প ও বসুন্ধরা পেপারের। কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে যথাক্রমে ৭.৫৩ শতাংশ ও ৭.৫০ শতাংশ।
টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত দুটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। কোম্পানি দুটি হলো-গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবল। তবে দুটি কোম্পানিরই দর বেড়েছে সামান্য।
ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত ৫টি কোম্পানির মধ্যে একটি লেনদেন হয়নি, ৪টির দর বেড়েছে। কোম্পানি চারটি হলো-পেনিনসুলা, সী পার্ল, ইউনিক হোটেল ও ইউনাইটেড এয়ারওয়েজ। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।
সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত ৪টি কোম্পানির মধ্যে সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। কোম্পানি চারটি হলো-ইস্টার্ন হাউজিং, সাইফ পাওয়ারটেক, সমরিতা হাসপাতাল ও সাপোর্ট। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সমরিতা হাসপাতাল ও সাপোর্টের।
শেয়ারবার্তা / আনিস