সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবারে মতো আজও ধবার (১২ ফেব্রুয়ারি) উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৩০ শতাংশ বেড়ে ৬৫৭ কোটিতে অবস্থান করছে; যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইর।
আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা। এর আগে ২০১৯ সালের ১৩ মার্চ ডিএসইতে ৭০৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৯ লাখ ৯৮ হাজার টাকা।
আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা।
শেয়ারবার্তা / হামিদ