1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
গ্রীণডেল্টার লভ্যাংশে বিনিয়োগকারীরা নাখোস
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ এএম

গ্রীণডেল্টার লভ্যাংশে বিনিয়োগকারীরা নাখোস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
green-delta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রীণডেল্টা ইন্সুরেন্সের লভ্যাংশে বিনিয়োগকারীরা নাখোস হয়েছে। এই কারণে বড় উত্থানের বাজারে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার দিন আজ এর শেয়ার দরে পতন হয়েছে। ঢাকা স্টক

সূত্র জানায়, গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে, যা আজি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আগের বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৬৪ পয়সা। সমাপ্ত হিসাব বছর শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত হিসাব বছরে বড় লভ্যাংশ দিলেও কোম্পানিটির মুনাফার অর্ধেকের বেশি থেকে বঞ্চিত হচ্ছেন শেয়ারহোল্ডাররা। কারণ প্রতিটি শেয়ারে ৩ টাকা ৩৯ পয়সা হারে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৩০ কোটি ৯ লাখ টাকা। এর মধ্য থেকে ১৩ কোট ৩১ লাখ টাকা লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ মুনাফার অর্ধেকের কম লভ্যাংশ হিসেবে দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৫৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ২৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ৮ দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ