1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিক্রেতা সংকটে ১৯ প্রতিষ্ঠানের শেয়ার
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ এএম

বিক্রেতা সংকটে ১৯ প্রতিষ্ঠানের শেয়ার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠনের খবরে দেশের উভয় পুঁজিবাজারে বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে ১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে পড়া কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, এসে ট্রিম, আইসিবি, এসএমইএলএফবিএস গ্রোথ ফান্ড, হাক্কানী পাল্প, এটিসিএসএল গ্রোথ ফান্ড, ইউনিয়ন ক্যাপিটেল, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, এসইএমএলআইবিএল শরিয়া ফান্ড, এসইএমএলএলইসি মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি, ভিএএমএলআবিবি ফান্ড, আরএন স্পিনিং, আইসিবিঅগ্রণীওয়ান, আইসিবিএমপ্লয়িজফাস্টফাস্ট, আইসিবিসোনালীফস্ট এবং আইসিবিথার্ডএনআরবি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট দর ৯.০৯ শতাংশের বেশি বেড়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, এসে ট্রিম, আইসিবি, এসএমইএলএফবিএস গ্রোথ ফান্ড, হাক্কানী পাল্প, এটিসিএসএল গ্রোথ ফান্ড, ইউনিয়ন ক্যাপিটেল, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, এসইএমএলআইবিএল শরিয়া ফান্ড, এসইএমএলএলইসি মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি।

অন্যদিকে, ৬টি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট দর বেড়েছে ৮.৬০ শতাংশের বেশি। প্রতিষ্ঠানগুলো হলো-ভিএএমএলআবিবি ফান্ড, আরএন স্পিনিং, আইসিবিঅগ্রণীওয়ান, আইসিবিএমপ্লয়িজফাস্টফাস্ট, আইসিবিসোনালীফস্ট এবং আইসিবিথার্ডএনআরবি।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ