ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩৫ মিনটে ডিএসইতে ১৮৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১৬টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল