আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)-১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম সংগঠনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আইআইডিএফসি’র মো. গোলাম সারওয়ার ভূঁইয়া প্রথম সহ-সভাপতি, ইসলামিক ফাইন্যান্সের আবু জাফর মো. সালেহ দ্বিতীয় সহ-সভাপতি এবং ন্যাশনাল ফাইন্যান্সের এ এফ এম বরকতউল্লাহ কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন আরিফ খান (আইডিএলসি), মো. খলিলুর রহমান (ন্যাশনাল হাউজিং), ইফতেখার আলি খান, (বে লিজিং), এস এম শামসুল আরেফিন (উত্তরা ফাইন্যান্স), শান্তনু সাহা (ফারইস্ট ফাইন্যান্স), চৌধুরি মনজুর লিয়াকত (ইউনিয়ন ক্যাপিটাল) এবং ইরতেজা আহমেদ খান (মেরিডিয়ান ফাইন্যান্স)।
নতুন কমিটি আর্থিক প্রতিষ্ঠানসমূহের তারল্য সংকট সমাধানে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরলস ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
শেয়ারবার্তা / আনিস