1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পুঁজিবাজারে আসবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ এএম

পুঁজিবাজারে আসবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক বাজারে শেয়ার ছেড়ে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। ব্যাংক চারটি হচ্ছে- জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিআজ ৯ ফেব্রুয়ারি, রোববার অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন।

গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত একটি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো ও ভাল শেয়ারের সরবরাহ বাড়াতে ৬টি নির্দেশনা দেন।

এর প্রেক্ষিতে গত সপ্তাহে অর্থমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্টায়ত্ত ৫ টি কোম্পানির শেয়ার ছাড়ার ঘোষণা দেন। এর পরেই তিনি রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার উদ্যোগের কথা জানান। তারই প্রেক্ষিতে আজ সচিবালয়ে আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসিসির চেয়ারম্যান, অর্থমন্ত্রণালয়ের সচিব, অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বিডিবিএল, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংক ২৫ শতাংশ শেয়ার ছাড়বে। তবে এর মধ্যে সোনালী ব্যাংকের একটু সময় লাগবে। একই সঙ্গে বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের আরও ১৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। এর মধ্য দিয়ে বাজারে ব্যাংকটির শেয়ারের পরিমাণ ১০ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে উন্নীত হবে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ