1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল যেসব কোম্পানি
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ এএম

বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল যেসব কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
up

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ কারণে সপ্তাহেশেষে কোম্পানিটি টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ২৩ দশমিক ৮৮ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটির সর্বমোট ৬ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ১ কোটি ২৬ লাখ ৫৯ হাজার টাকা।

আগ্রহের দ্বিতীয় স্থানে ছিল বিডি অটোকার্স। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ২৩ দশমিক ২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৫২ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার টাকা।

মুন্নু জুট স্ট্যাফলার্স ছিল আগ্রহের তালিকায় তৃতীয় স্থানে। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ২২ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৬৮ টাকা লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ১৫ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকা।

আগ্রহের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ড্রাগন সুয়েটার, এডভেন্ট ফার্মা, সমতা লেদার, জেমিনি সী ফুড ও মেট্রো স্পিনিং।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ