পাঁচ বছর পর লভ্যাংশ প্রদান করার কারণে এ ক্যাটাগরিতে আসছে বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী সপ্তাহ নাগাদ গত দুই বছরের বোনাস শেয়ার বিও হিসাবে জমার পরদিনই কোম্পানিটির এ ক্যাটাগরিতে চলে আসবে। আর এটি হলে কোম্পানিটির শেয়ার লেনদেন সম্পন্ন হবে তিন কার্যদিবসে।
বর্তমানে জেড ক্যাটাগরিতে থাকার কারণে এখন ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়ে থাকে। জেড ক্যাটাগরিতে থাকার পর গত দুইমাসে কোম্পানিটির শেয়ার প্রায় ৬০ শতাংশ বেড়েছে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের আগেই বিনিয়োগকারীদের মধ্যে চাহিদার শীর্ষে পৌঁছে গেছে কোম্পানিটির শেয়ার। প্রবাসী শ্রমিকদের বিদেশ যেতে জীবন বীমা বাধ্যতামূলক করতে সরকারী নির্দেশনার আসার পরই খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শেয়ারবার্তা / মিলন