1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তৈরি জুতা ও ব্যাগ রপ্তানিতে ৪ শতাংশ ভর্তুকি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ এএম

তৈরি জুতা ও ব্যাগ রপ্তানিতে ৪ শতাংশ ভর্তুকি

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি জুতা-ব্যাগ রপ্তানির বিপরীতে বাড়তি ভর্তুকির ঘোষণা দিয়েছে সরকার। রপ্তানির নতুন বাজার তৈরি ও সম্প্রসারণে চার শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে।

বর্তমানে এ খাতের রপ্তানিকারকরা ১৫ শতাংশ নগদ প্রণোদনা পেয়ে আসছেন। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিনথেটিক ও ফেব্রিকসের জুতা ও ব্যাগ রপ্তানিতে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে ১৫ শতাংশ হারে নগদ প্রণোদনার সুবিধাটি অব্যাহত থাকবে। কিন্তু পণ্যের নতুন রপ্তানি বাজার ধরতে ও সম্প্রসারণে পণ্য তৈরিতে ব্যবহ্নত উপকরণ সংগ্রহে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা হলে চার শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে।

অর্থাৎ পণ্যের নতুন বাজার তৈরি বা সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীরা এই ভর্তুকি পাবেন। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

গত অর্থবছরে সরকার ৩৫টি পণ্যের বিপরীতে নগদ প্রণোদনা দিয়েছিল। চলতি অর্থবছরে এই সংখ্যা ৩৭-এ উন্নীত করেছে।

প্রসঙ্গত, রপ্তানিতে উৎসাহ বৃদ্ধিতে সরকার প্রতিনিয়ত বিভিন্ন সুবিধা দিয়ে আসছে ব্যবসায়ীদের। এভার সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি জুতা-ব্যাগ রপ্তানিতে অতিরিক্ত চার শতাংশ ভর্তুকি দিল। ফলে এ খাতের ব্যবসায়ীরা রপ্তানি পণ্য মূল্যের বিপরীতে মোট ১৯ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ