1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিওর জন্য অডিটর প্যানেল পুন:গঠন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০১ এএম

আইপিওর জন্য অডিটর প্যানেল পুন:গঠন

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
BSEC

পুঁজিবাজারে তালিকাভুক্ত বা প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কোম্পানির অডিট কার্যক্রম সম্পন্ন করতে নিরীক্ষকদের বিস্তারিত তালিকা পুন:গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্যানেল থেকে একনাবিনকে বাদ দিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

পুন:গঠনকৃত অডিট প্যানেলে নিরীক্ষকের নামসহ নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামের তালিকা দেওয়া হয়েছে।

সূত্র মতে, তালিকার বাইরে কোন অডিট ফার্মকে দিয়ে আইপিও’র কোম্পানি বা তালিকাভুক্ত কোন কোম্পানি অডিট করাতে পারবে না।

প্রকাশিত তালিকায় যেসব অডিটরের নাম রয়েছে তা হল: এ হক এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ কাশেম এন্ড কোং, এ ওহাব এন্ড কোং, এসিএনএবিআইএন (অ্যাকনাবিন) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ মাশুক এন্ড কোং, আহমেদ জাকির এন্ড কোং, এআরটিআইএসএএন (আর্টিশান) চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আশরাফ উদ্দিন এন্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস এন্ড আর, জি কিবরিয়া এন্ড কোং, হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, হাওলাদার ইউনুস এন্ড কোং, হুসাইন ফরহাদ এন্ড কোং, ইসলাম আফতাব কামরুল এন্ড কোং, ইসলাম কাজি শফিক এন্ড কোং।

এছাড়া আরও রয়েছে, কে এম আলম এন্ড কোং, কে এম হাসান এন্ড কোং, কাজি জহির খান এন্ড কোং, খান ওহাব শফিক রহমান এন্ড কোং, এম জে আবেদীন এন্ড কোং, এম এম রহমান এন্ড কোং, ম্যাবস এন্ড জে পার্টনার্স, মাহফেল হক এন্ড কোং, মালেক সিদ্দিক ওয়ালি, মাশিহ্ মুহিত হক এন্ড কোং, নুরুল ফারুক হাসান এন্ড কোং, অক্টোখান চ্যার্ট্যার্ড অ্যাকাউন্ট্যান্ট, পিনাকি এন্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম এন্ড কোং, রহমান রহমান হক, এস এফ আহমেদ এন্ড কোং, এস কে বরুয়া এন্ড কোং, শফিক বসাক এন্ড কোং, সিরাজ খান বসাক এন্ড কোং, সাইফুল সামসুল আলম এন্ড কোং, তোহা খান জামান এন্ড কোং এবং জোহা জামান কবির রশিদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের কোম্পানি আমান ফিডের আইপিও’র টাকা ব্যবহারে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার দায় রয়েছে একনাবিনের। এই ‘অপরাধে’ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একনাবিন ও এর একজন পার্টনার রোকনুজ্জামানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা আইপিও’র মাধ্যমে উত্তোলিত অর্থের নীরিক্ষার ক্ষেত্রে একনাবিনের পার্টনার মো: রোকনুজ্জামানের উপর অনির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন থেকে তিনি আইপিওতে আসা কোনো কোম্পানির অর্থ ব্যবহারের নিরীক্ষা করতে পারবেন না। একই ঘটনায় একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বাংলাদেশ (আইসিএবি) এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

অন্যদিকে, আমান ফিডের আইপিও’র অর্থ ব্যবহার সংক্রান্ত নিরীক্ষার বিষয়ে দায়িত্বে অবহেলার জন্য একনাবিন চার্টার্ড অ্যাকাউএন্টন্টস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএবি) এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ