ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার কোম্পানিটি সর্বশেষ ৯৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২১২ বারে ৩৬ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.২২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩৮ টাকা ৬০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৭৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫০৪ বারে ৩১ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট, লিগ্যাসি ফুটওয়্যার, ইস্টার্ন কেবলস, দেশ গার্মেন্টস, সমতা লেদার কমপ্লেক্স ও জেমিনি সি ফুড লিমিটেড।
শেয়ারবার্তা / মিলন