1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পিছিয়ে যাচ্ছে ৫ কোম্পানির রাইট শেয়ার অনুমোদন
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পিএম

পিছিয়ে যাচ্ছে ৫ কোম্পানির রাইট শেয়ার অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির রাইট শেয়ার ইস্যু বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় রাইট শেয়ারের অনুমোদন দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা। বাজারে স্থিতিশীলতা ফিরে না আসলে এই অনুমোদন প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির প্রয়োজন মেটানোর জন্য টাকা উত্তোলনের অপেক্ষায় রয়েছে তালিকাভুক্ত ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো: ন্যাশনাল পলিমার, ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং জাহিন স্পিনিং লিমিটেড। ইতোমধ্যে রাইট শেয়ার ইস্যুর জন্য কোম্পানিগুলোর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কোম্পানিগুলোর সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ করে রাইট শেয়ার ইস্যু করে টাকা উত্তোলন করবে।

জানা যায়, ন্যাশনাল পলিমার শেয়ারপ্রতি ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা ইস্যুমূল্যে ১ আর ঃ ১ অনুপাতে রাইট শেয়ারের অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাইপলাইনে রয়েছে। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ কোম্পানির রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়। বিএসইসি’র অনুমোদনের পর কোম্পানিটি আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করে পরবর্তীতে রাইট শেয়ারের সাবস্ক্রিপশনের তারিখ ঠিক করে টাকা উত্তোলন করবে। রাইট শেয়ার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এএএ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

জানা যায়, ন্যাশনাল পলিমারের বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি। ১ আর : ১ অনুপাতে কোম্পানিটি আরও ৩ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৮৩৫টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি ১৫ টাকা মূল্যে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৫২৫ টাকা উত্তোলন করবে।

ওয়েস্টার্ন মেরিন প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা করে ১ আর : ২ (প্রতি ২ শেয়ারের বিপরীতে একটি রাইট) অনুপাতে পুঁজিবাজারে ৯ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৩০৯টি রাইট শেয়ার ছেড়ে ৯৯ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ১০ টাকা উত্তোলন করবে। গত ২৮ মার্চ রাইট শেয়ার সংক্রান্ত ইজিএম অনুষ্ঠিত হয়।

প্রগতি লাইফ রাইট শেয়ার ইস্যুর জন্য অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১ আর : ১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের ইস্যু মূল্য ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১০ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংক একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১ আর : ১) প্রতিটি ১০ টাকায় ইস্যু করার জন্য বিএসইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কোম্পানির রাইট শেয়ার সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এজন্য গত ১৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

জাহিন স্পিনিং লিমিটেড ১ আর : ২ অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে শেয়ারবাজারে ৪ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৩৫০টি রাইট শেয়ার ছেড়ে ৪৯ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর আগে কোম্পানিটি ১ আর : ১ অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যুর মাধ্যমে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করার অনুমতি পেয়েছিল।

এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা। তবে গত ২২ জুলাই কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে রাইট শেয়ারের সাবস্ক্রিপশন পূর্ব-নির্ধারিত তারিখ বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতবছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ