1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৯৫ কোটি টাকার কার্যাদেশ পেয়েছে বিবিএস কেবলস
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

৯৫ কোটি টাকার কার্যাদেশ পেয়েছে বিবিএস কেবলস

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
BBS CABLES

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কাছে ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার ক্যাবলস সরবরাহ করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বিআরবির কাছে থেকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ)’ পেয়েছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি চারটি বিভাগে (রাজশাহী,রংপুর, খুলনা এবং বরিশাল) ডিস্ট্রিবিউশন নেটোয়ার্ক এক্সপ্যানশন ফর ১০০% রুরাল ইলেক্ট্রিফিকেশন প্রোজেক্টে মোট ২৩ হাজার ২০ কিলোমিটার তার সরবরাহ করবে। যার বাজার মূল্য হবে ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকা। চুক্তি স্বাক্ষরের ২৮ দিনের মধ্যে এটি কার্যকর হবে। প্রোডাক্ট ডেলিভারি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পূর্ণ হবে।

দেশের ক্যাবল শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস লিমিটেড ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। টার্নওভারের দিক দিয়ে এটি দ্বিতীয় বৃহৎ কোম্পানি। সর্বশেষ বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৯ টাকা ১৭ পয়সা।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ