1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
যেসব শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ এএম

যেসব শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
DSE

আজ ৪ ফেব্রুয়ারি দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার টাকা।

প্রাপ্ত তথ্যমতে, আজ যেসব কোম্পানিতে আজ বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে সেগুলো নিম্নে বর্ননা করা হলো:

পেইড আপ ক্যাপিটাল বিবেচনায়: আজ বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটির নিচে টাকা সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। তালিকাভুক্ত ৩১টি কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটির নিচে রয়েছে। এই ৩১ কোম্পানির মধ্যে ২০টির দর বেড়েছে বা ৬৪.৫২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া ১০ থেকে ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধনী কোম্পানির সংখ্যা ৩৪টি। এর মধ্যে দর বেড়েছে ১৯টি কোম্পানির বা ৫৫.৮৮ শতাংশ। ৩০ থেকে ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধনী ৪৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১টির বা ২৩.৪০ শতাংশ। ৫০ থেকে ১০০ কোটি টাকা মূলধনের ৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির বা ৪৫.৪৫ শতাংশ। ১০০ থেকে ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টির বা ৩৫.৩৭ শতাংশ। এছাড়া ২০০ কোটির ওপরে পরিশোধিত মূলধনের ৮৪টি কোম্পানি রয়েছে যার মধ্যে ১৭টি কোম্পানির বা ২০.২৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

পি/ই রেশিও বিবেচনায়: আজ যেসব কোম্পানির পিই রেশিও ২০-৪০ এর ওপরে সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। সিঙ্গেল ডিজিটের বা ১০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ১১৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির। ১০-২০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন কোম্পানির সংখ্যা বাজারে মোট ৯২টি। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির। ২০-৪০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ৫৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টির। ৪০-১০০ পর্যন্ত পিই রেশিও সম্পন্ন ২৮ কোম্পানির মধ্যে ১১টির শেয়ার দর বেড়েছে। এছাড়া ১০০ এর ওপরে ৫৪টি কোম্পানির পিই রেশিও রয়েছে যার মধ্যে ২৪টির শেয়ার দর বেড়েছে।

শেয়ার দর বিবেচনায়: আজ যেসব কোম্পানির শেয়ার দর ১০০-২০০ টাকার মধ্যে রয়েছে সেগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ফেসভ্যালুর নিচে বা ১০ টাকা পর্যন্ত শেয়ার দর এমন কোম্পানির সংখ্যা ৮৪টি যার মধ্যে ৩২টির দর বেড়েছে। শেয়ার দর ১০ থেকে ২০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৭০টি যার মধ্যে ২০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। শেয়ার দর ২০-৩০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৫৫টি যার মধ্যে ১৩টির দর বেড়েছে। শেয়ার দর ৩০-৫০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৫৩টি যার মধ্যে ১৫টির দর বেড়েছে। শেয়ার দর ৫০-১০০ টাকা এমন কোম্পানির সংখ্যা ৩৬টি যার মধ্যে ১৭টির দর বেড়েছে। শেয়ার দর ১০০-২০০ টাকা এমন কোম্পানির সংখ্যা ২৯টি যার মধ্যে ১৭টির দর বেড়েছে। শেয়ার দর ২০০ টাকার ওপরে এমন কোম্পানির সংখ্যা ৩০টি যার মধ্যে ১৭টির দর বেড়েছে।

পাবলিক শেয়ার হোল্ডিং বিবেচনায়: যেসব কোম্পানির মোট শেয়ারের ২০-৩০ শতাংশের মধ্যে সাধারণ পাবলিকের কাছে রয়েছে সেগুলোতে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ২০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৮১টি যার মধ্যে ৩১টির দর বেড়েছে। ২০-৩০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৪৯টি যার মধ্যে ২১টির দর বেড়েছে। ৩০-৪০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭৫টি যার মধ্যে ৩২টির দর বেড়েছে। ৪০-৫০ শতাংশ পর্যন্ত পাবলিক হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭২টি যার মধ্যে ১৯টির দর বেড়েছে। এছাড়া পাবলিকের হাতে ৫০ শতাংশের ওপরে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৭৭টি যার মধ্যে ২৭টির শেয়ার দর বেড়েছে।

ইন্সটিটিউশনের শেয়ার হোল্ডিং বিবেচনায়: এদিকে যেসব কোম্পানির মোট শেয়ারের ৪০ শতাংশের ওপরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে সেগুলোতে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে। ১০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৭০টি যার মধ্যে ৩০টির দর বেড়েছে। ১০-১৫ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৫১টি যার মধ্যে ১২টির দর বেড়েছে। ১৫-২০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৬৩টি যার মধ্যে ২৫টির দর বেড়েছে। ২০-৩০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৯১টি যার মধ্যে ৩০টির দর বেড়েছে।৩০-৪০ শতাংশ পর্যন্ত ইন্সটিটিউট হোল্ডিংয়ের কোম্পানির সংখ্যা ৩২টি যার মধ্যে ৯টির দর বেড়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪০ শতাংশের ওপরে রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৪৩টি যার মধ্যে ২১টির শেয়ার দর বেড়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ