পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড ১১টি নতুন পণ্যের অনুমোদন পেয়েছে। কোম্পানিটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রাশন অধিদপ্তর থেকে নতুন পণ্যের অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, নতুন পণ্যেগুলোর মধ্যে রয়েছে ৬টি ইনজেকটেবল থ্রেপেটিক ক্লাস, ৪টি লিকুইড আইটেম এবং একটি বলস আইটেম।
প্রসঙ্গত, অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৯) শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫৭ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৭ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ২৪ পয়সা ।
উল্লেখ্য, ওষুধ-রসায়ন খাতের কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম