যেসব কোম্পানির কারণে পুঁজিবাজারে সূচকের উত্থান
বিদায়ী সপ্তাহের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও পুঁজিবাজারে সূচক ও লেনদেনে উল্লম্ফন ঘটেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৬৯ দশমিক ৫৪ পয়েন্ট। সূচকের এই ঊর্ধ্বমুখীতায় আজ সব থেকে বড় অবদান রেখেছে ব্যাংক খাতের পাঁচ কোম্পানি, বহুজাতিক দুই কোম্পানি এবং ফার্মা ও রসায়ন খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, রেনেটা, ইসলামী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রমতে, ডিএসই’র প্রধান মূল্যসূচক বৃদ্ধিতে আজ সবচেয়ে বড় অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ ব্র্যাকটির শেয়ারদর বেড়েছে ৯.৬৮ শতাংশ। শেয়ারদর বৃদ্ধির কারণে আজ ডিএসই’র প্রধান সূচক বৃদ্ধিতে কোম্পানিটি অবদান রেখেছে ৮ দশমিক ৭৮ পয়েন্ট। সূচক বৃদ্ধিতে এর পরের অবস্থানে ছিল বড় মূলধনী কোম্পানি প্রামীণফোন। আজ গ্রামীণফোনের দর বেড়েছে ১.২৪ শতাংশ। দর বাড়ার কারণে ডিএসই’র প্রধান সূচকে কোম্পানিটির অবদান ছিল ৬ দশমিক ৯০ পয়েন্ট। স্কয়ার ফার্মা ছিল সূচক বৃদ্ধিতে তৃতীয়। কোম্পানিটির আজ দর বেড়েছে ২.৪১ শতাংশ। কোম্পানিটির দর বাড়ার কারণে ডিএসই’র সূচক বেড়েছে ৬ দশমিক ৪১ পয়েন্ট। এছড়া বিএটিবিসি’র শেয়ারদর বাড়ার কারণে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৫ দশমিক ৭১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার কারণে ৩ দশমিক ২২ পয়েন্ট, রেনেটার কারণে ৩ দশমিক ৫ পয়েন্ট, ইসলামী ব্যাংকের কারণে ৩ দশমিক ২ পয়েন্ট, ডাচবাংলা ব্যাংকের কারণে ২ দশমিক ৬৭ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংকের কারণে ২ দশমিক ৫০ পয়েন্ট এবং সিটি ব্যাংকের কারণে সূচক বেড়েছে ২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে। শেয়ারবার্তা / আনিস