1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংক আমানত বীমা আইন বাতিল করার সিদ্ধান্ত
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:০১ এএম

ব্যাংক আমানত বীমা আইন বাতিল করার সিদ্ধান্ত

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
bd-sorkar

যুগপোযোগী আইন প্রণয়ের উদ্দেশ্যে ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ এর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইন রহিত করে আমানত সুরক্ষা আইন, ২০২০ নামে নতুন আরেকটি আইন প্রণয়ন করবে সরকার।

রোববার ২ ফেব্রুয়ারি আমানত সুরক্ষা আইনের খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে অর্থমন্ত্রনালয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রকাশিত খসড়া আইনের ওপর সংশ্লিষ্টদের মতামত পাঠাতে বলা হয়েছে। মতামত গ্রহণের পর খসড়া আইনটি প্রয়োজনবোধে সংশোধন করে চূড়ান্তভাবে প্রণয়ন করা হবে বলে অর্থমন্ত্রনালয় সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকে সুরক্ষা প্রদানের জন্য বীমা করা হয়ে থাকে যাকে আমানত বীমা অর্থাৎ আমানত সুরক্ষা বুঝায়। এই বীমা দেশে বিদ্যমান অন্য কোন আইনে সংজ্ঞায়িত বীমাকে বুঝায় না। প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকে সুরক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে আমানতের একটি অংশ প্রিমিয়াম হিসেবে প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল নামে একটি তহবিল সংরক্ষণ করে থাকে। এই তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত খাতে বিনিয়োগও করা যায়। বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদনক্রমে প্রিমিয়ারের হার নির্ধারণ করে থাকে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ