1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জানুয়ারিতে ২০২টি বিও হিসাব বেড়েছে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পিএম

জানুয়ারিতে ২০২টি বিও হিসাব বেড়েছে

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

জানুয়ারি মাসে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা নতুন করে ২০২টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৩০১টি। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টিতে। অর্থাৎ জানুয়ারি মাসে বিও হিসাব বেড়েছে ২০২টি।

২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টি বিও হিসাবের মধ্যে পুরুষ বিও হিসাবধারী রয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৮১৮টি। ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭টি। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৬৩১টি বেড়েছে।

একই সময়ে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৪৮৫টি কমেছে। ডিসেম্বরের শেষ কার্যদিবস নারী বিও বিনিয়োগকারীদের হিসাব ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৬৪টি। জানুয়ারি মাসের শেষ কার্যদিবস নারী হিসাবধারী দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৪৭৯টিতে।

জানুয়ারি মাসে কোম্পানি বিনিয়োগকারীদের বিও হিসাব ৫৬টি বেড়েছে। ডিসেম্বরের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ১৫০টি। আর জানুয়ারির শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়িয়েছে ১৩ হাজার ২০৬টি।

ডিসেম্বরের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ২৪ লাখ ১৯ হাজার ৬২৮টি। জানুয়ারির শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৯০১টিতে। অর্থাৎ জানুয়ারিতে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ২৭৩টি বেড়েছে।

একই সময়ে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাস ১২৭টি কমেছে। ডিসেম্বর মাসের শেষ কার্যদিব বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৩টি। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৯৬টিতে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ