1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে লেনদেনের ১৯ শতাংশ বস্ত্রখাতের
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

ডিএসইতে লেনদেনের ১৯ শতাংশ বস্ত্রখাতের

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে। এই ঊর্ধ্বমুখী বাজারে ডিএসইতে লেনদেনের ক্ষেত্রে দাপট দেখিয়েছে বস্ত্রখাত। মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশই দখল করেছে বস্ত্রখাতের কোম্পানিগুলো।

ডিএসইর খাতভিত্তিক কোম্পানির তালিকা থেকে দেখা যায়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মোট ২২টি খাতে বিভক্ত। এরমধ্যে লেনদেনে হয় ২০টি খাতের। এ খাতগুলোর মধ্যে রোববার ৩৫৬টি প্রতিষ্ঠানের ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্রখাতের কোম্পানিগুলোর শেয়ার। দিনভর এ খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৬০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৭০ শতাংশ।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা সিমেন্ট খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫২ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৪৯ শতাংশ। ৩৩ কোটি ৭৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।

এছাড়া প্রকৌশল খাতে ৩৩ কোটি ৫৪ লাখ টাকা, বীমা খাতে ২০ কোটি ৩১ লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে ১৮ কোটি ৬৩ লাখ টাকা, বিবিধ খাতে ১৪ কোটি এক লাখ টাকা, তথ্যপ্রযুক্তি খাতে ১২ কোটি ৩৩ লাখ টাকা, আর্থিক খাতে ১০ কোটি ৯ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে আট কোটি ৯৪ লাখ টাকা, ব্যাংক খাতে আট কোটি ৬৮ লাখ টাকা এবং সিরামিকস খাতে পাঁচ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাকি খাতগুলোতে এককভাবে পাঁচ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে দুই কোটি ৪৫ লাখ টাকা, পাট খাতে দুই কোটি ৩২ লাখ টাকা, কাগজ ও মুদ্রণ খাতে দুই কোটি ২৯ লাখ টাকা, চামড়া খাতে এক কোটি ৭০ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে এক কোটি ছয় লাখ টাকা এবং সেবা ও আবাসন খাতে ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ