পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো এন ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মা ও এসএস স্টিল লিমিটেড।
সিলকো ফার্মা ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে ’এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এসএস স্টিল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ’এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
কোম্পানিগুলো আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানির শেয়ার লেনদেনে কোনো ঋণ দেওয়া যাবে না।
শেয়ারবার্তা/ সাইফুল